দক্ষিণ সুরমা থেকে গাঁজা সহ ৩ জন গ্রেফতার

দক্ষিণ সুরমা থেকে গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার নাজির বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার ঝাঝর গ্রামের মৃত তৈয়ব উল্লার ছেলে তফুর আলী (৪৫), একই গ্রামের মৃত জহির উল্লাহর ছেলে বেলাল আহমদ (৩০) ও রাজাপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে আব্দুল কাদির (৪০)।
পুলিশ জানায়, ময়নুল এন্ড আরিয়ান রেষ্টুরেন্টের ভিতর মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই লিটন চন্দ্র দত্ত’র নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামী তফুর আলীর জ্যাকেটের পকেট থেকে ২৪ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৯শত টাকা এবং আসামী আব্দুল কাদির এর জ্যাকেট এর পকেট থেকে ৯পুরিয়া গাঁজা সহ সর্বমোট-৩৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও অপর আসামী বেলাল আহমদ (৩০) এর ব্যবসায়িক প্রতিষ্ঠান ময়নুল এন্ড আরিয়ান রেষ্টুরেন্টের ভিতরে বসিয়া তাহার সহযোগীতায় মাদক (গাঁজা) বিক্রয় করার অপরাধে তাকেও গ্রেফতার করা হয়।
পরে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা (নং-২২/২২.০১.২০২১) দায়ের করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম।