দক্ষিণ সুরমা আহ্বায়ক সিরাজুল ইসলামের ইন্তেকাল:জেলা বিএনপির শোক

সিলেট এক্সপ্রেস ডেস্ক সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ¦ সিরাজুল ইসলাম (৬২) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম সিরাজুল ইসলাম জীবনের বিদায়ের পূব পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির জন্য কাজ করে গেছেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হওয়ার পর উপজেলা বিএনপির কার্যক্রমকে সুসংহত করতে নানা উদ্যোগ নিয়েছিলেন। সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে তিনি সিলেটের সকল মহলের কাছে একজন গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে আবির্ভুত হয়েছিলেন। তিনি সারাজীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন। সিরাজুল ইসলামের মৃত্যুতে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।