দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত

নিজস্ব প্রতিবেদক সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি অতিরবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক জন। নিহত ১জন হচ্ছে -বালাগঞ্জ থানার চান্দাইপাড়া গ্রামের লেবু মিয়ার মেয়ে চান্দাইরপাডা উচ্চ বিদ্যালয়র ৭ম শ্রেণীর ছাত্রী উর্মি (১৩) অন্য জনের পরিচয় পাওয়া যায়নি বয়স আনুমানিক ৩৫ বৎসর। গুরুতর আহত ২জনকে ওসমানী হাসপাতালে র্করা হয়েছে। একজন নিহত উর্মির্র বাবা লেবু মিয়া অন্যজন মো: আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় বাসটির চাকা ফেটে সড়কে উল্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান দক্ষিনসুরমা কেন্দ্রীয় বাস টার্নালত্রে জানা যায় ,সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি বাস শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ সুরমার ওতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা খুলে যায়। এসময় বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। পরে ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এছাড়া গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।