দক্ষিণ সুরমায় মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০
আপডেট : ১ বছর আগে

দক্ষিণ সুরমায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে রাজু মিয়া (২৫) নামের মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজু ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের গোপালপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
র্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. সামিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।