তুমি ছাড়া যতকিছু
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯
আপডেট : ২ বছর আগে

সৈয়দ সাকিব আহমদ
এখনো আকাশ নীল খামে ঢাকা
তুমি ছাড়া কত বসন্ত আঁকা,
– মনের ক্যানভাসে !
এখনো রঙিন স্বপ্নেরা আসে
কত’না কবিতা ছন্দে ভাসে,
একাকী এ মন অকারনে হাসে
– হৃদয় গভীরে !
এখনো রাত্রি জোছনা কেনে
অন্ধ জলে কান্না ভুলে,
রাত্রি শেষে ভূরের দেখা
– মিলে ভুবনটায় !
তুমি নেই বলে
তারারা কাঁদে,একাকী আকাশ’টায়,
তুমি নেই বলে
বসন্ত আসে না,আমার এ বারান্দায় !
তুমি নেই বলে
কতনা কবিতা মেলেছি আঙিনায়,
তুমি নেই বলে
তুমাকে’ই খুঁজি, আমার এ কবিতায় !