তিনিই স্রষ্টা
প্রকাশিত : ০৭ জানুয়ারি, ২০১৯
আপডেট : ২ বছর আগে

নেছার আহমদ নেছার
দৃষ্টি দিয়ে কি সবকিছু দেখা যায়
পৃথিবীময় ছড়িয়ে থাকা সবকিছু
সম্ভব কি দেখা
যদি দেখা যেত সমস্ত পৃথিবী
শুন্যে মহা শুন্যে সৌর জগৎটা
যদি দেখা যেত এক দৃষ্টিতে
তাহলে কেমন হতো?
স্রষ্টা ছাড়া এমন দ্রষ্টা
দ্বিতীয় আর কেউ নেই, হবেও না;
এমন সাধ্যও কোন দিন হবে না কারো।
বিশাল এতো বড় চোখ
সৃষ্টি জগতে কারো হচ্ছে না
হবে ও না কোন দিন,
তাই রহস্যময় বিশাল সৌর জগতটা
গোচরে আছে যার তিনিই সর্বময় ¯স্রষ্টা