তাহসিনা রুশদীর লুনা অসুস্থ

বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী দলটির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসামানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে উচ্চ আদালতের এক আদেশে তার মনোনয়ন স্থগিত রয়েছে।
তার অসুস্থের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি বলেন- ‘রাতেস ভাবি (লুনা) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন কোন হাসপাতালে ভর্তি আছেন আমি তা সঠিকভাবে বলতে পারছিনা।’
এ ব্যাপারে তাহসিনা রুশদীর লুনা ও ইলিয়াসপুত্র আবরার ইলিয়াস অর্ণব এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।