তারেকেরও ৫ দিনের রিমান্ড
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০
আপডেট : ৪ মাস আগে

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় আরেক আসামি ছাত্রলীগ কর্মী তারেকুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলার এজাহারের ২ নম্বর আসামি সে।
বুধবার বিকেল ৪টায় সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য। আদালত শুনানী শেষে তার ৫ দিনের রিমান্ড মনজুর করেন।
সিলেট মেট্রোলটিন পুলিশের এসি (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আলোচিত এ মামলায় এজাহারে নাম থাকা ৬জনসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সকলেরই ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।