ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা ২ জন নিহত
প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১
আপডেট : ৬ মাস আগে

হবিগঞ্জে তেলবাহী লরি চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে জেলার নবীগঞ্জের মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মডেল বাজারের কাছে মহাসড়কে সিলেটমুখী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক শামীম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শের আলী ও আতাউর রহমান (৩১) গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শের আলী মারা যান।
নিহতরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলাই মিয়ার ছেলে শামীম আহমদ (৩২) ও রতনপুর গ্রামের মৃত গউস আলীর ছেলে শের আলী (৩০)।