ডেঙ্গু প্রতিরোধে এসএমএস-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ

আব্দুস সোবহান ইমন : ‘আপনার সম্পদ আমাদের কাছে আমানত‘ স্লোগানধারী নিরাপত্তা রক্ষী এবং বাসাবাড়ি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান সেফটি মেনেজড সার্ভিস (এসএমএস)-এর উদ্যোগে এসিড মশা নির্মূল এবং ডেঙ্গু রোগের প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা লিফলেট নগরীতে বিতরণ করা হয়।
নগরীর জিন্দাবাজার এলাকায় আজ রোববার ডেঙ্গু রোগের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারণাকালে বক্তারা বলেন, ডেঙ্গু সারা দেশের ন্যায় সিলেটেও যাতে মহামারি আকার ধারন করতে না পারে এব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। সবার মধ্যে সচেতনতার সৃষ্টি করতে হবে। বাসা-বাড়ির আশেপাশের সর্বত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে এসিড মশা বংশ বিস্তার না করতে পারে। আতংক সৃষ্টি নয়, ডেঙ্গু রোগের প্রতিরোধের লক্ষ্যে সবাইকে সুপরামর্শ দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, মো. আব্দুল মান্নান, মো. নুরুল ইসলাম জামাল, সমীরণ কুমার কর, মো. শিবলু, মো. কবির প্রমুখ।