ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ করোনা আক্রান্ত
প্রকাশিত : ২৩ মে, ২০২০
আপডেট : ২ বছর আগে

শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পরীক্ষা শেষে সিনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।
ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘রুটিন ডিউটি হিসেবে গত ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত করোনা রোগীদের সেবায় হাসপাতালে ডিউটি করি। ডিউটির শেষ দিন আমিসহ আমার সকল সহকর্মীর করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল পরীক্ষা শেষে কেবলমাত্র আমি করোনা আক্রান্ত হয়েছি বলে শনাক্ত হয়।’
তার কোনো শারিরীক উপসর্গ দেখা দেয়নি এবং আপাতত হোম আইসোলেশনে আছেন বলেও জানান তিনি।-সূত্র : দ্য ডেইলি স্টার