ডা.মঈন উদ্দিনের পরিবার ৫০ লাখ টাকা পেলেন

22 - 22Shares
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক ডা.মঈন উদ্দিনের পরিবার সরকারের কাছ থেকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের স্ত্রী গত ২৭ এপ্রিল সরকারের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন করেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা বিভাগ তার ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। গত ৫ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ডা. মঈন উদ্দিনের স্ত্রী ডা. চৌধুরী রিফাত জাহান জানান, কোরবানি ঈদের পর তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। কোনও মানুষের ক্ষতিপূরণ কখনও হয় না, তবে সরকার কথা রেখেছে বলে সরকারকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কোনও চিকিৎসকের মৃত্যু হলে বা আক্রান্ত হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয় সরকার।
22 - 22Shares