ডাঃ বেলায়েত হোসেন চৌধুরী জুনিয়র কলসাল্টেন্ট ’অ্যানেস্থেসিওলজী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ লাভ

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেটের জকিগঞ্জ থানার এওলাসার গ্রামের “আলোর দিশারী” (সমাজকল্যাণ সংস্থা’র) সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ও এওলাসারের আব্দুল মান্নান চৌধুরীর ৪র্থ ছেলে ডাঃ বেলায়েত হোসেন চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নব নিয়োগকৃত ‘জুনিয়র কলসাল্টেন্ট’(অ্যানেস্থেসিওলজী) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ লাভ করেছেন। তিনি ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অ্যানেস্তেসিয়াতে উচ্চতর ডিগ্রী ডিপ্লোমা সম্পন্ন করেছেন, এছাড়া তিনি অ্যানেস্তেসিয়া এফসিপিএস পাট ওয়ান সম্পন্ন করেছেন।
আব্দুল মান্নান চৌধুরী’র বড় ছেলে জনাব শাহাদাত হোসেন চৌধুরী ২২ তম বিসিএস শিক্ষা ক্যাডার হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন, বর্তমানে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তাছাড়া এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন ও সামাজিক উন্নয়নে যথেষ্ট অবদান ও রয়েছে। উক্ত পরিবার ও তাদের আগামীর সাফল্য কামনা করি।