জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাক্ষাত
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯
আপডেট : ১ বছর আগে

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলা পরিষদ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। ২২ সেপ্টেম্বর দুপুর ১২টায় জেলা পরিষদ কক্ষে নেতৃবৃন্দ এ সাক্ষাতে মিলিত হন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলা পরিষদ আহ্বায়ক কমিটির আহ্বায়ক তোজাম্মেল হক তাজুল, সদস্য সচিব আশফাক উদ্দিন আহমদ, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহমদ, মো. বাবুল মিয়া, সদস্য অহিদুল ইসলাম রুহেল, শাকিল আহমদ খান, মো. মোবারক হোসেন, মো. সালেহ আহমদ, মো. শাহজাহান প্রমুখ।