জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ৭ মার্চ

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেটের পরিবহণ সেক্টরের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিং- চট্র ২১৫৯) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহিম দুদু’র নিদের্শে সহকারী প্রধান নির্বাচন কমিশনার সাদেক খান এ তফশীল ঘোষণা করেন। আগামী ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ সুরমার পরাইরচক বাইপাস সড়কস্থ প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্টিত হবে। তফশীল ঘোষণার পর পরই সংগঠনের নোটিশ বোর্ডে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। শুরু হয়েছে ভোটার তালিকার উপর আপত্তি নিষ্পত্তি। আজ মঙ্গলবার বেলা ১টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তফশীলের মধ্যে রয়েছে বুধবার মনোনয়ন পত্র বিতরণ, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা, শুক্রবার মনোনয়ন যাচাই বাচাই ও প্রতিক বরাদ্ধ, শনিবার মনোনয়ন প্রত্যাহার শেষে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া সুষ্ট নির্বাচন পরিচালনা করতে প্রার্থীদের জন্য কঠোর শর্তাবলি ও অঙ্গিকার নামা রাখা হয়েছে।
তফশীল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি গোলাম হাদি ছয়ফুল, সহকারী নির্বাচন কমিশনার মঞ্জুর আহমদ, কমিশনার হাজী মাখন মিয়া, জমির হোসেন, মোঃ মহসিন আহমদ, জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাব্বীর আহমদ ফয়েজ, জেলা ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক গফুর মিয়া, সাবেক নির্বাচন কমিশনার মনতাজ মিয়া, মনিরুজ্জামান মনির, হাজী জমির মিয়া, মোহাম্মদ আলী, সমছু মিয়া, আবু সরকার প্রমূখ।