জীম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০
আপডেট : ৫ মাস আগে

304 - 304Shares
নিজস্ব প্রতিবেদক: ব্লু বাড উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী চৌধুরী হিজবুল জান্নাত জীম এসএসসি পরীক্ষা-২০২০ এ সিলেট শিক্ষাবোর্ড থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন। তিনি এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ন হয়েছিলেন।
জীম বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যান সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান এম. গৌছ আহমদ চৌধুরী এবং মালিকি আয়েশা জান্নাত এর বড় মেয়ে। জীম পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পযায়ে পুরস্কৃত হয়েছে। এছাড়াও জীম এবার সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম.সি. কলেজেও ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে।
জীবনে সর্বাঙ্গীণ সফলতা ও উজ্জল ভবিষ্যৎ এর জন্য জীম সবার দোয়া প্রার্থী।
304 - 304Shares