জীবনের ক্যালেন্ডার
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০
আপডেট : ২ বছর আগে

সাঈদ চৌধুরী :
জীবন একটা রঙ্গিণ ক্যালেন্ডারের মতো
কারো দেয়ালে ঝুলতে থাকবে
এটা কি হয়?
যেকোন অজুহাতে কোন একটি পাতা
একটি মাস ফেলে দেয়া যাবে
তাও কিন্তু নয়।
জীবন একটা ফেইস বুকের দেয়ালে
শুধূ নিজেকেই দেখা যাবে
এমনটিও নয়।
বরং একটা নিথুঁত পরিকল্পনার অংশ
সিনার ভেতর অনন্য নকশা
সুরক্ষিত হয়।
জীবন একটা আলোক রশ্মির মতো
বসন্ত বিকেলের আলোছায়ায়
হয় প্রলম্বিত।
যেন কারো প্রশস্ত চামড়ার ভেতর
সমুদ্রস্রোত ছড়িয়ে আছে
রক্ত অবিরত।
জীবনের অঙ্কগুলি সবুজের প্রান্তরে
সোনালী হরফে লেখা আছে
সুনিপুন ভাবে।
কেউ যদি পায়ের ছাপ উন্মোচন করে
দিন-ক্ষণের সংখ্যা অনায়াসে
মিলে যাবে।