জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে ও হাসপাতালে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ সোমবার
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০
আপডেট : ১২ মাস আগে

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে আগামী সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্হিবিভাগে শিশুদের বিভিন্ন মানসিক সমস্যার লক্ষণ, প্রতিকার এবং করণীয় সম্পর্কিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।
প্রতিষ্ঠানের মানসিক রোগ বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন। উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং ছাত্র/ছাত্রীবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হলো।