জালালপুরে ব্যবসায়ী সিতাবের উপর হামলার

দক্ষিণ সুরমার জালালপুরে ব্যবসায়ী সৈয়দ মতিউর রহমান সিতাবের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরেক আসামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালতদ। মঙ্গলবার জামিনের জন্য হাজিরা দিলে আদালত মামলার ৩ নং আসামী মিরারগাও গ্রামের মৃত হবিবুর রহমানের পুত্র আব্দুল মালিককে জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায় আদালত। এর আগে ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে মোটরসাইকেল ও রক্তাক্ত ছুরাসহ মামলার ১ ও২ নং আসামী যথাক্রমে আলমগীর হোসেন এবং নাজিম মিয়াকে পারাইরচক এলাকা থেকে আটক করে মোগলাবাজার থানা পুলিশ। তাদের স্বীকারোক্তিতে পুলিশ দাউদপুর গ্রামের ছোট মিয়ার পুত্র আফজলকে গ্রেফতার করে। এ নিয়ে মামলার মোট ৪ আসামীকে আটক করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৭ অক্টোবর রাত সোয়া ১২ টায় জালালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে মাইজভাগ মসজিদের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন আলী ডেকোরেটার্সের স্বত্তাধিকারী জালালপুরের বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ মতিউর রহমান সিতাব। এ ঘটনায় মোগলাবাজার থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোটরসাইকেল ও রক্তাক্ত ধারালো অস্ত্রসহ ২ জনকে আটক করে। ঐ দিন রাতেই মোগলাবাজার থানায় ব্যাবসায়ী সিতাবের ভাই সৈয়দ মিজানুর রহমান শিহাব বাদী হয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞপ্তি