জাবেদ আহমদের ৫০ বছর পূর্তির বাংলাদেশ ব্যাংকে মতবিনিময় সভা

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সামাজিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন এর সভাপতি, দৈনিক সিলেটের ডাক এর প্রাক্তণ স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাবেদ আহমদ এর ৫০ বছর পূর্তিতে সাইক্লোন আয়োজিত সুহৃদ সম্মিলনের প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়। ৫০ বছর উদযাপন পর্ষদের যুগ্ম আহবায়ক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপমহাব্যস্থাপক মোঃ আমিনুল ইসলাম, মোঃ একরাম হোসেন, উদযাপন পর্ষদের আহবায়ক সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, সদস্য সচিব, সাইক্লোন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন, যুগ্ম পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমান, জামাল উদ্দিন চৌধুরী, পরেশ চন্দ্র দেবনাথ, নুর আহমদ, রবি লাল দত্ত, মোঃ বাবুল আক্তার, বিপ্লব চন্দ্র দত্ত, বিনয় ভূষণ রায়, উপপরিচালক শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর আবু হেনা মোঃ ফারহান ও মোঃ আশরাফুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় দরগা গেইট কেমুসাস শহীদ সোলেমান হলে ব্যাংকার সাংবাদিক ক্রীড়া সংগঠক জাবেদ আহমদের ৫০ বছর পূর্তিতে অনুষ্ঠিতব্য সুহৃদ সম্মিলন সফল করতে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আশা করেন।