জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিসিকের শ্রদ্ধা নিবেদন

4 - 4Shares
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে।
রোববার (৭ মার্চ ২০২১) সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সলরদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম ও সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকী।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনি কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, এসেসর চন্দন দাশ , জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।
এছাড়া, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সিটি কর্পোরেশনের সম্মুখের ডিজিটাল স্ক্রিনে দিন ব্যাপি প্রচার করা হচ্ছে।
4 - 4Shares