মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির বৃক্ষরোপন

আজ ২৩ জুলাই, ২০২০ তারিখ সকাল ১১.৩০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শাহপরান হল সংলগ্ন টিলায় ১টি আমগাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বৈশ্বিক মহামারী করনাকালীন সময়ে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দেশের জন্য কাজ করে যেতে হবে। গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হলো।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিত অংশের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।