ছেঁড়া তন্তুর গান

সরওয়ার ফারুকী:
আমার পথের যাত্রারেখার পাশে
দাঁড়িয়ে তোমার ভুল ভাবনার একটু একটু চিন,
তরানো দিনের মুঠোমুঠো ক্ষত অতি উৎসাহী পাপ
ঘুট হয়ে আসা ধূসর আমার সাবেকি রৌদ্র তাপ;
জোট হয়ে আসে
তারা, দ্রোহী গঙ্গায় অথৈ অথৈ ভাসে।
এই আমাকেই ভেঙ্গেচুরে ঠেলে, ঠেলে অতীতের মতো,
নজরানা করে বহু সাধনার ফুল-মল্লিকা যতো ।
আমার পথের যাত্রারেখার পাশে
দাঁড়িয়ে তোমার ইশারা দিনের ঘনকালো কিছু মেঘ,
শিমুল সিনার তন্তুরে বাঁধা নাবালেগ অভিমান
ভুল দমে ঠাসা ভুলের ছবক, দাজ্জালি অভিধান
দিনশেষে হাসে,
তারা মুখর দিনের মৌসুমে নাচে শ্রাবণের উল্লাসে।
করাতের দাঁতে এই আমাকেই পিষে ছাকরাতি বাজ,
হৃত উদ্ধারে মোহের মজুরি দান করে কারে আজ!
আমার পথের যাত্রারেখার পাশে
দাঁড়িয়ে তোমার ভূত হয়ে ওঠা কন্যা জননী জায়া,
লাভার আদলে অঙ্গারি ওঠা বেশুমার পদাবলি
ভুল ভাবনায় ক্ষতচিহ্নেরা হরদম যায় চলি
নিরুদ্ধ আকাশে
যত্নে ধরা তিজারার খেত ছুটে ল’য়ে তারাকাশে।
আমার পথের যাত্রারেখার পাশে
এতো অগণন গান!
এতো হালনামা পাঠ করে কে সে ছিঁড়ে পাপিয়ার প্রাণ!