ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক কর্মচারী-কর্মকর্তা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

সেলিম মাহবুব:-ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৯টি পদের বিপরীত একক প্রার্থী হিসেবে সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি, ছাতক সিমেন্ট কারখানার সহকারী প্রধান হিসাব রক্ষক আতিকুল হক। কারখানা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা সমবায় সমিতির সভাপতি পদে প্রকৌশলী দ্বীজেন্দ্রনাথ বালা ও সাধারণ সম্পাদক পদে আজিজুর রহমানসহ কমিটির ৯ জনকে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ সম্পাদক পদে সৈয়দ গোলাম মোস্তফা, পরিচালক পদে রফিক আলী, আবুল কালাম, হাবিবুল বাসার, কবির মিয়া ও তাজিমুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২১ জানুয়ারী ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম আনুষ্ঠানিক ঘোষনা করা হয়।