ছাতক পৌর ভবন থেকে ৫টি বিষধর সাপ আটক
প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯
আপডেট : ২ বছর আগে

া ঃ ছাতক পৌরসভা ভবন থেকে সাপুড়িয়ার হাতে ৫টি বিষধর সাপ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর ভবনের ভেতর থেকে বিভিন্ন প্রজাতির ৫টি বিষধর সাপ ধরেন ওঝা বিলাল আহমদ। গত কয়েকদিন ধরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছিল সাপ আতংক। বৃহস্পতিবার বিকেলে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর ওঝা বিলাল মিয়াকে ডেকে আনেন পৌরসভা কার্যালয়ে। পরে প্রায় একঘন্টা চেষ্টা করে পৌরভবন থেকে ১টি ভিমরাজ, ২টি দাঁড়াইশ ও ২টি আলদ জাতীয় সাপ ধরেন ওঝা বিলাল আহমদ এবং তার সহযোগি ইয়াকুব হোসেন ও আবুল হাসনাত। এসময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ছাড়াও অধ্যাপক হরিদাস রায়, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর সচিব মোহাম্মদ সামছুদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, সুদীপ কুমার দেসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।