ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান মজনু মিয়া জেল হাজতে

1 - 1Share
:ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার জামিন নামঞ্জুর হয়েছে। ছাতকে একটি সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় গতকাল সোমবার সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মজনুসহ মামলার ৩ জন আসামি হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে, অপর ২ জনের জামিন মঞ্জুর করেন আদালত। আব্দুল ওয়াহিদ মজনু শহরের তাতিকোনা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১০ জুন তাতিকোনা এলাকায় আব্দুল ওয়াহিদ মজনু ও আঞ্জব আলী পক্ষদ্বয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাতক থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়। প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়ের করা মামলায় (নং-২৬/১৬৫) এজাহারভূক্ত ২ নং আসামি আব্দুল ওয়াহিদ মজনু মিয়া।
1 - 1Share