ছাতকে ট্রাক মালিক সমিতির নতুন কমিটি গঠিত হয়নি, সাবেক কমিটির মাধ্যমেই কার্যক্রম চলমান

সেলিম মাহবুব, ছাতকঃ
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির অন্তর্ভুক্ত ছাতক ট্রাক মালিক সমিতি (রেজিঃ নং ১৮৬৭) এর কার্যনির্বাহী কমিটির কার্যক্রম চলমান রয়েছে। সমিতির সভাপতি ফারুক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কামাল আহমদ চৌধুরীর নেতৃত্বে ছাতকে ট্রাক মালিক সমিতির কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কমিটি কখনো বিলুপ্ত ঘোষণা করা হয়নি। কে বা কারা ছাতক ট্রাক মালিক গ্রুপের নতুন একটি আহবায়ক কমিটি গঠন করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করিয়েছেন। তারা কমিটি নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন। নতুন এ আহবায়ক কমিটির সাথে ছাতক ট্রাক মালিক সমিতির কোনো সম্পৃক্ততা নেই বলে গণমাধ্যমে একটি লিখিত প্রতিবাদ জানান ছাতক ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমদ চৌধুরী সহ সমিতির আশরাফুর রহমান চৌধুরী, শামসুল হক, আজমল হোসেন সজল, ছালিক চৌধুরী রুকন, হাজী আব্দুল মতিন, আব্দুল আলীম ও কবির মিয়া। সদ্য প্রকাশিত এ আহবায়ক কমিটির কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, একটি মহলের ষড়যন্ত্রের অংশ এটি। ট্রাক মালিকবৃন্দের প্রতি এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তারা।