ছাতকের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১
আপডেট : ১ বছর আগে

সেলিম মাহবুব::-ছাতক থানা পুলিশের অভিযানে নিজাম উদ্দিন (৩০) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে বিশ্বনাথ উপজেলার রামাপাশা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নিজাম উদ্দিন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউনিয়নের দিঘলী (চাকলপাড়া) গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার বলেন, সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহায়তায় উপজেলার রামপাশা বাজার এলাকা থেকে নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সুনামগঞ্জের আদালতে দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় নিজাম উদ্দিনকে ৬ মাসের সাজা প্রদান করা হয়। এর পর দীর্ঘদিন ধরে নিজাম উদ্দিন পলাতক ছিল।