ছাতকের দীপক পাল নগদ ঈদ ক্যাম্পেইনে সেরা বিক্রেতা, পেয়েছেন মোটর সাইকেল
প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১
আপডেট : ১ বছর আগে

ছাতক প্রতিনিধি::-ডাক বিভাগের ডিজিটাল লেনদেন মোবাইল ব্যাংকিং সেবা নগদ ঈদ ক্যাম্পেইনে সেরা বিক্রেতা হিসেবে প্রথম পুরস্কার পেয়েছেন ছাতকের দীপক চন্দ্র পাল। বুধবার (৩ মার্চ) ছাতক নগদ ডিষ্ট্রিবিউশন হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল প্রদান করা হয়। দীপক চন্দ্র পাল পেপারমিল মিনি মার্কেটের ইমন ডিজিটাল স্টুডিও’র স্বত্ত্বাধিকারী। পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিলেট জোনাল এরিয়া ম্যানেজার একেএম তাজমুল, সুনামগঞ্জ জেলা নগদ টেরিটরি ম্যানেজার সুমন কান্তি রায়, ছাতক নগদ ডিষ্ট্রিবিউশন হাউসের স্বত্ত্বাধিকারী শাহিন আহমেদ প্রমুখ