চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনকে জরিমানা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১
আপডেট : ৬ মাস আগে

নবীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লংঘন করায় ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
চেয়ারম্যান প্রার্থী নোমান হোসেন (ঘোড়া প্রতীক) ও ছায়েদুল হক জায়দুল (মটর সাইকেল প্রতীক)কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া, দীঘলবাক ইউনিয়নের দুইজন সদস্য প্রার্থী ইউসুফ আলীকে ৩ হাজার ও শাহ সুলতান আহমেদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।