চা শ্রমিকদের মাঝে সিলেট বিবেকের কম্বল বিতরণ

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সামাজিক সংগঠনের বিবেক সিলেটের উদ্যোগে তারাপুর চা-বাগানে চা শ্রমিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় তারাপুর বাগানে শ্রমিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাইকে একযোগে যার যার অবস্থান থেকে কাজ কতে হবে। তাহলেই দেশের সকল সুবিধা বঞ্চিত নাগরিকের অধিকার নিশ্চিত হবে। বক্তারা এসব সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তবানদের আহ্বান জানান।
কমল বিতরণকালে উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠ সিলেট বিবেকের সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহ সভাপতি বীরেন্দ্র সুত্রধর, সাধারণ সম্পাদক সুব্রত দেব, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-৭৭ সিলেট ভ্যালীর কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা, লালাখাল চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি মহরম আলী, তারাপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি চইতন মোদি, সাধারণ সম্পাদক সুনিল মোদি, মিন্টু লুয়ার প্রমুখ।