চন্দন সাহাকে চৈতালী সংঘের সংবর্ধনা

সিলেট এক্সপ্রেস ডেস্ক:সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় চৈতালী সংঘের সাধারণ সম্পাদক চন্দন সাহাকে সংঘের পক্ষ থেকে এক সম্মাননা প্রদান করা হয়েছে। ৬ অক্টোবর রোববা রাতে দাড়িয়াপাড়া চৈতালী সংঘের পূজা মন্ডপে তার হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন চৈতালী সংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রনবীর চক্রবর্তী হীরণ। এসময় চন্দন সাহার সহধর্মিনী বিদ্যুৎ প্রভা সাহাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চৈতালী সংঘের সহ সভাপতি পরিতোষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নির্মল রায় রাজার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চৈতালী সংঘে সহ-সভাপতি গৌতম বণিক, এড. অশেষ কর, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মদন মোহন কর্মকার, সাংগঠনিক সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, উপদেষ্টা মন্ডলীর সদস্য মনতোষ মোদক, সমীরন দাস, অর্থ উপ-পরিষদের আহ্বায়ক পংকজ দাস, যুগ্ম আহ্বায়ক শান্তনু দাস পান্না, সদস্য পংকজ শর্মা, প্রচার উপ-পরিষদের আহ্বায় ভ্রমর রায়, ব্যবস্থাপনা উপ-পরিষদের আহ্বায়ক মৃদুলাল ভট্টাচার্য অপু, কিশোর চক্রবর্তী মনু, সাংগঠনিক উপ-পরিষদের আহ্বায়ক নেহার রায়, যুগ্ম আহ্বায়ক জোনাক চৌধুরী, সাজ-সজ্জা উপ-পরিষদের আহ্বায়ক বিবেক কর ভুলেট, বৃন্ত সাহা, অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক এড. প্রবাল চৌধুরী (পুজন), সাংস্কৃতিক উপ-পরিষদের যুগ্ম আহ্বায়ক অন্তু সাহা, পূজাঅর্চ্চনা উপ-পরিষদ আহ্বায়ক কপিলেশ্বর দেব অনুপ, যুগ্ম আহ্বায়ক রাজিব রায়, সদস্র বিপ্রজিত দত্ত বিরাজ, প্রসাদ বিতরণ উপপরিষদের আহ্বায়ক কেশব সেন, যুগ্ম আহ্বায়ক সুদীপ্ত দে প্রণব, রঞ্জন রায় প্রমুখ।