গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কম্বল বিতরণ

প্রবাসীদের দেশের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ ও অনুপ্রানিত করে। দেশের দুস্থ অসহায় শীতার্ত মানুষের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রবাসীদের মহতি উদ্যোগ দেশের মানুষের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।
যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কাইনাঘাটের কালিনগর এলাকায় বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কালে বক্তারা একথা বলেন। গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেট ও কানাইঘাটে প্রায় ২৫০টি পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গত শুক্রবার বিকালে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর চৌধুরী বাড়িতে শীতবস্ত্র বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল। এসময় কালিনগর, নুন ছড়া, বাউরাভাগ আগফৌদ এলাকার শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এক্সপ্রেসের রির্পোটার সাব্বির আহমদ, আব্দুল কুদ্দুছ চৌধুরী, আব্দুস শুক্কুর চৌধুরী, নুরুল হুসেন, এ আল মুকিত চৌধুরী, আনোয়ার ইয়াসমিন, নৌশিন ইয়াছমীন চৌধুরী, শেখ আহনাফ নাফি, প্রমুখ।