গোয়াইনঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হতে চান বিলাল উদ্দিন

সিলেট এক্সপ্রেস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনয়ন নিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে লড়তে চান প্রবাসী জমিয়ত নেতা মাওলানা বিলাল উদ্দিন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর যুগ্ম মহাসচিব। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন জনসেবায় জড়িত আছেন। গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান, গোয়াইনঘাটের সর্ববৃহৎ ক্বওমী মাদ্রাসা দারুল হাদিস দারুস সালাম লাফনাউট মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন। তিনি বিগত সময়ে গোয়াইনঘাটের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, মাদ্রাসার অসহায় গরীব ছাত্রদের কিতাব, পাঞ্জাবি, খাতা, কলম প্রদান করেন। এছাড়াও গোয়াইনঘাটের অধিকাংশ মসজিদ মাদ্রাসায় তার সহযোগীতা রয়েছে।
তিনি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন ইমরান। তিনি নির্বাচনে আসলে দল মত উর্ধ্বে সর্বস্তরের জনগণ তাকে সমর্থন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।