গোলাপগঞ্জে শদাইশাহ হিফজুল ক্বোরআন মাদ্রাসায় দারুল ক্বেরাতের বিদায়ী অনুষ্ঠান

সিলেট এক্সপ্রেস ডেস্ক: গোলাপগঞ্জে ৩৬০ আউলিয়া পনাইরচক শদাইশাহ হিফজুল ক্বোরআন মাদ্রাসা ও এতিমখানা দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (৩ জুন) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
হাজী মক্তদির আলী দুদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের সভাপতি আমিন উদ্দীন আহমদ। প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যন মনসুর আহমদ। বিশেষ বক্তা ছিলেন আল ইসলাহ সংযুক্ত আরব আমিরাতে সাধারণ সম্পাদক ও সিলেট শাহপরাণ থানার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নিজামুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী মো. আব্দুল জলিল সাবু মিয়া, সাউথ আফ্রিকা প্রবাসী মাহতাব উদ্দিন, পনাইরচক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেহান উদ্দিন, গোলাপগঞ্জ আল ইসলাহ’র সাবেক সভাপতি হাফিজ ফখরুল ইসলাম, বাহরাইন প্রবাসী মো. আব্দুল মুতাল্লিব, সৌদি আরব প্রবাসী আব্দুল হক।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।