গোলাপগঞ্জের বাদেপাশা ইউপিতে টিবওয়েল বিতরণ
প্রকাশিত : ৩০ মে, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিশেষ বরাদ্দ থেকে বাদেপাশা ইউপিতে অসহায় পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। (২৯ মে) মঙ্গলবার বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ ৩নং ওয়ার্ডের রাজু মিয়ার হাতে টিবওয়েলটি তুলে দেন।
এদিকে কিছু দিন পূর্বে মোল্লার চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। বাদেপাশা ইউনিয়নে অসহায় মানুষের মধ্যে সহায়তা স্বরূপ নলকূপ ও টিউবওয়েল বরাদ্দ দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাদেপাশা ইউপি চেয়ারম্যান মো: মোস্তাক আহমদ ও বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুস সামাদ।