খারপাড়ায় প্রবাসে বসবাসকারীদের সংবর্ধনা

7 - 7Shares
খাঁরপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে পরিষদের প্রাক্তন সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী শাহাদাত হোসেন মিন্টু ও যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের সভাপতি জামাল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যাংকার ও সাংবাদিক জাবেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা মোঃ লাল মিয়া, সহ সভাপতি মোঃ শফিকুর রহমান, দপ্তর সম্পাদক আলী হায়দার, প্রচার সম্পাদক শেনুর আহমদ, যুব পরিষদের সভাপতি আমিনুল হক রানা, সহ সভাপতি নাছির আহমদ, সাধারণ সম্পাদক রুমন আহমদ, সহ সাধারণ সম্পাদক আফসর আহমদ, আরিফ আহমদ রিপন, অর্থ সম্পাদক আনোয়ার আহমদ, সমাজকর্মী আয়ান মুমিনুল হক বাপ্পী, মোঃ শাহাদাত সাবু প্রমুখ। সংবর্ধনার জবাবে মিতালী সমাজকল্যাণ পরিষদের প্রাক্তন সভাপতি শাহাদাত হোসেন মিন্টু সম্মিলিত উদ্যোগে এলাকায় সামাজিক কার্যক্রম পরিচালনার প্রশংসা করে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি মিতালী সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় খাঁরপাড়া এলাকার পিইসি,জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের চলতি বছর হতে তাঁর পরিবারের পক্ষ হতে বৃত্তি চালুর ঘোষণা দেন। অপর সংবর্ধিত অতিথি মোস্তাক আহমদ এলাকার রাস্তা ও নালা নর্দমা পরিষ্কার রাখতে কার্যকর উদ্যোগ নিতে পরিষদের কর্মকর্তাদের আহবান জানান। তিনি এলাকার উন্নয়নে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে সংবর্ধিতদের ক্রেস্ট প্রদান করা হয়।
7 - 7Shares