খাদ্যাভ্যাস পরিবর্তন সুস্থভাবে বেঁচে থাকতে সহায়ক ভূমিকা পালন করে-তৈয়ব আলী

1 - 1Share
সিলেট এক্সপ্রেস ডেস্ক খ্যাদ্যাভ্যাস পরিবর্তন সুস্থভাবে বেঁচে থাকতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মোঃ তৈয়ব আলী। তিনি ০১ অক্টোবর ২০২০খ্রি. তারিখ “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় বালাগঞ্জ উপজেলার বদরনগর ও রাধাকোণা গ্রামে সিলেট জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত পৃথক দুটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। সিলেট জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শাহাবুদ্দিন শাহীন। প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মোঃ তৈয়ব আলী আরও বলেন-করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়াসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে উপস্থিত সকলকে আহ্বান জানান তিনি। এছাড়া শিশুদের পানিতে ডোবা প্রতিরোধ করার লক্ষ্যে সকল অভিভাবককে সচেতন এবং শিশুর প্রতি যত্মবান হওয়ার পরামর্শ প্রদান করেন প্রধান অতিথি পরিচালক মোঃ তৈয়ব আলী। উভয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শাহাবুদ্দিন শাহীন এর উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মহিলাগণ অংশগ্রহণ করেন।
1 - 1Share