খাদিমপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডালিমের বিশাল নির্বাচনী সভা

সিলেট এক্সপ্রেস ডেস্ক: সিলেট সদর উপজেলাকে মডেল, আধুনিক ও তিলোত্তমা উপজেলা গড়ে তুলতে আগামী ১৮ মার্চ আনারস ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম।
তিনি সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে খাদিমপাড়া ইউনিয়নবাসীর সাথে বিশাল নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, উন্নয়নের দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে সদর উপজেলা। এই উপজেলায় এখনো মানুষ ভুগান্তিতে আছে। জীবনমান উন্নয়ন হয়নি। যাতায়াত ব্যবস্থা সেই আগের মতোই রয়েছে। তাই সদর উপজেলাকে মডেল ও তিলোত্তমা উপজেলা গড়ে তুলতে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এলাকার বিশিষ্ট মুরব্বী ইরসাদ আলীর সভাপতিত্বে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজন আহমদ, তেরা আহমদ, আনোয়ার আহমদ, মুক্তিযোদ্ধা সিন্দর আলী, মুক্তিযোদ্ধা সুরুজ আলী, সাবেক চেয়ারম্যান এটিএম জাকারিয়া, আতিকুর রহমান, লোকমান আহমদ, লেবু হোসেন, রুস্তুম আলী, তকবির আলী, আব্দুল খালিক, ফারুক আহমদ, সিরাজ আহমদ, সিরাজ আহমদ, সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানসহ খাদিমপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।