ক্যান্সারে আক্রান্ত নিলুকে বাঁচাতে এগিয়ে আসুন
প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০
আপডেট : ২ মাস আগে

4 - 4Shares
সাব্বির আহমদ::গত ৩ বছর ধরে জরায়ূ ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন ক্যান্সারে আক্রান্ত মোছা. নিলু বেগম। সিএনজি চালক স্বামী এতদিন যাবৎ বহু কষ্টে চিকিৎসার খরচ চালাচ্ছিলেন। কিন্তু ৩ মেয়ে এবং স্ত্রী নিয়ে সংসারে অন্যান্য যাবতীয় খরচাদির পর বর্তমানে তার পক্ষে চিকিৎসার খরচ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ৬ টি ক্যামোথেরাপি সহ চিকিৎসা চালিয়ে যেতে অনেক টাকা প্রয়োজন। প্রতিটি ক্যামোথেরাপি ৩০ হাজার টাকা। তাই নিলুকে বাঁচাতে সহযোগিতা প্রয়োজন সমাজের বিত্তবান এবং সচেতন মহলের। মোছা. নিলু বেগম, বাসা নং ৬০, ইঈলাল রোড, ১২ নং ওয়ার্ড, কুয়ারপাড় সিলেট। যোগাযোগ বা বিকাশের জন্য- ০১৭৮৪৩৬৭৩৯৭ UCB ব্যাংক একাউন্ট নাম mst.sheuly Akther একাউন্ট নামবার ০৯৮৩২০৯০০০০২১৯৫৭
4 - 4Shares