কোতোয়ালী মডেল থানা পুলিশের হাতে তীর শিলং (জুয়া) খেলার এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

কোতোয়ালী মডেল থানাধীন কুয়ার পাড় পয়েন্টে থেকে জুয়ারী এন্ড্রয়েড মোবাইল দ্বারা শিলং এর তীর নামক জুয়ার আসর বসাইয়া জুয়া খেলিতেছে মর্মে গোপন সংবাদ পেয়ে লামাবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিঃ)/টি.এম. আল-আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন কুয়ারপাড় পয়েন্টস্থ তিথী মেডিকেল হলের বিপরীত পার্শ্বের বাবরের চা-পান, বিড়ির দোকানে গত ২২/০১/২০২১ তারিখে অভিযান পরিচালনা করে শিলং এর তীর (জুয়া) খেলার এজেন্ট সহ ০৪ জনকে তীর শিলং (জুয়া) খেলারত অবস্থায় আটক করিয়াছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ বাবর উদ্দিন (৩০) পিতা-মৃত শাহাব উদ্দিন, মাতা- হাজেরা বেগম, সাং-বাসা নং-৯১, কুয়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। মোঃ রনি আহমদ (২১) পিতা- মো: সালেহ আহমদ, মাতা-মোছাঃ মিলন বেগম, সাং-বাসা নং-৩৪, কুয়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। মোঃ জামিল আহমদ (২০) পিতা- মোঃ টিপু মিয়া, মাতা-শাহানা আক্তার, সাং-বাসা নং-৮৪, কুয়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট। মোঃ আলমগীর (৪৭) পিতা- মৃত নূর হোসেন, মাতা- মৃত মোছনা খাতুন, সাং-হুগলী, থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী, বর্তমানে- বাসা নং-৬, মাজারগলি, কুয়ারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।