কেমুসাসে আমরা ক’জন
প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯
আপডেট : ২ বছর আগে

এম. এ হান্নান
বীথি বিনা কেমুসাস ফুল বিনা গাছ
অপি বিনা কেমুসাস জল বিনা মাছ;
সেলিম আওয়াল এক নিবেদিত প্রাণ
সবকর্মে স্বিদ্ধস্থ অজেয় অম্লান।
বাসিত হাবিব ছাড়া আলোচনা হয়,
কখন ধরিবে কারে সদা থাকে ভয়।
মোয়াজ এনাম ছাড়ে ছড়ায় সুবাস
মুক্তধার মুক্তকন্ঠে বাজে বাজে ঠাস ঠাস।
পঞ্চকেশ সিরাজ ভাই জ্ঞানের আঁধার,
বিজ্ঞান কবিতা সব হয় একাকার;
সঙ্গিতে বাহার আছে,আছে দাদন ভাই
মাঝে মধ্যে আরও কিছু ভাল গান পাই|
আরোও কত গুনিজন কালেভাদ্রে আসে
সৌরভ ছড়ায়ে যান বিষাক্ত বাতাসে।
আমরা অনেকে আছি
হৃদয়ের কাছাকাছি
গালগল্প কবিতায় দুইয়ে আপন
বৃহস্পতি সন্ধ্যাটারে,
মদিরা করিয়া ফেরে
কিশোর যুবক আর বৃদ্ধের মিলন।