কেমুসাসের ১০৮১তম সাহিত্য আসর অনুষ্ঠিতঃ

একটি সাহিত্য প্রতিষ্ঠানের দ্বার যুগের পর যুগ সাপ্তাহিক নিয়মিত সাহিত্য আসর পরিচালনা করা অনেক দুঃসাধ্য, যা কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ করে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয় ভারতীয় উপমহাদেশের মধ্যে এক্ষেত্রে কেমুসাস অগ্রনী ভূমিকা পালন করছে। গত বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১) সন্ধ্যায় কেমুসাসের ১০৮১তম সাপ্তাহিক সাহিত্য আসরে উপস্থিত লেখকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে কেমুসাসের সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং আল ইসলাহ সম্পাদক কবি এডভোকেট আব্দুল মুকিত অপি একথা বলেন।
সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত ১০৮১তম সাপ্তাহিক সাহিত্য আসরে সভাপতিত্ব করেন কেমুসাসের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস। পঠিত লেখার উপর আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব। আসরে লেখাপাঠ করেন রেনুফা রাখী, ছয়ফুল আলম পারুল, সিরাজুল হক, লুৎফা আহমদ লিলি, সামছুদ্দোহা ফজল সিদ্দিকী, কুবাদ বখত চৌধুরী রুবেল, শাহিনা জালালী পিয়ারী, মনজুর আহমদ, জুবায়ের নাবিল, সাজিদুর রহমান, শামস মাহবুব, জুনায়েদুর রহমান, আঃ আজিজ রাজু, তামিম আজহার, আখতার উদ্দিন চিশতী ও লিলু মিয়া। কবি কামাল আহমদের উপস্থাপনায় আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকওয়ান সালেহ। বিজ্ঞপ্তি