কেমুসাস’র ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

সিলেট এক্সপ্রেস ডেস্ক: দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৬টায় সাহিত্য সংসদ প্রাঙ্গন থেকে র্যালি বের করা হবে। পরে সন্ধ্যে সাড়ে ৬টায় কেমুসাস’র সাহিত্য আসর কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সাহিত্য সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্যে সাহিত্য সংসদের সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদ সদস্য মো. হারুনুজ্জামান চৌধুরীকে সভাপতি ও সংসদের সহ-সভাপতি সেলিম আউয়ালকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন আহমদ মাহবুব ফেরদৌস, ড. মোস্তাক আহমদ দীন, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, জাহেদুর রহমান চৌধুরী, নাজমুল হক নাজু এবং পদাধিকার বলে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।