কেককেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলো সিলেট আওয়ামী লীগ

আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্ম বার্ষিকী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে কেককেটে উদযাপন করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে এ কেককাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ড.এ কে আব্দুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সৈয়দা জেবুনন্নেছা হক , মাসুক উদ্দিন আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, খোকন কুমার দত্ত, আজমল আলী,বদরুল ইসলাম জাহাঙ্গীর, আবদাল মিয়া,সামসুন্নাহার মিনু, শাহ নিজাম উদ্দিন, আফসার আজিজ, পিযুষ কান্তি দে, ডা: আরমান আহমদ শিপলু, জালাল উদ্দিন আহমদ কয়েছ,শাহরিয়ার আলম সামাদ, রুবা জেবিন, ডাঃ নাজরা চৌধুরী, বেলাল আহমদ খান, আবুল কালাম ফনিক, কালাম আহমদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।