কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে আলাউদ্দিন ছাত্রবৃত্তি প্রদান
প্রকাশিত : ০৭ মে, ২০১৯
আপডেট : ২ বছর আগে

বাংলাদেশ ব্যাংক কর্মচারী ঋণদান সমিতি লিঃ, ঢাকার এইচএসসি, এসএসসি, জেএসসি, পিএসসি পরীক্ষায় উত্তিন্ন কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে আলাউদ্দিন ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিলেট সাব কমিটির সম্পাদক যুগ্ম পরিচালক মোঃ জাবেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায় ও মাকসুদা বেগম। উপপরিচালক সমীরণ দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।