কানাইঘাটে স্কুলের গাছ কাটল দুর্বৃত্তরা, শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট এক্সপ্রেস ডেস্ক:
দুর্বৃত্ত কর্তৃক বিদ্যালয়ের গাছ কাটার ঘটনায় অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবীতে কানাইঘাটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৭ নভেম্বর) সকাল থেকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মুলাগুল হারিছ চৌধুরী একাডেমীর প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার সচেতন নাগরিকের উদ্যোগে দিনভর বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায়।
শিক্ষার্থীদের এ বিক্ষোভে এলাকাবাসীও যোগ দিলে উত্তাল হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এ সময় তারা এমন ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।
উল্লেখ্য, গত সোমবার (৫ নভেম্বর) রাতের আঁধারে বিদ্যালয় প্রাঙ্গণে রোপনকৃত বিভিন্ন জাতের গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ফখর উদ্দিন চৌধুরী বাদী হয়ে কানাইঘাট থানায় অজ্ঞাতনামা বিবাদী করে অভিযোগ দায়ের করলে, অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেল ৩টায় কানাইঘাট থানা পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়ে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করে থানা পুলিশ।