কাজিরবাজার পত্রিকার সাংবাদিক মুক্তার আম্মা’র ইন্তেকাল বাদ জোহর জানাযা
প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৮
আপডেট : ৩ বছর আগে

সিলেট প্রেসক্লাবের সদস্য দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রধান বার্তা সম্পাদক রুহেনা পারভীন মুক্তার আম্মা মৃত হাবিববুর রহমান এর স্ত্রী সালমা খাতুন আজ ভোর ৬টায় ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহী (ওয়া ইন্নাইলাহী রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মরহুমার জানাযার নামাজ আজ ৭ জুলাই বাদ জোহর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্টিত হবে,পরে মানিক পীরের টিরায় দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে যান।