করোনায় মারা গেলেন চৌকিদেখী জান্নাত মটরসের মালিক জামাল আহমদ
প্রকাশিত : ০৮ জুন, ২০২০
আপডেট : ২ বছর আগে

সিলেটের সকাল রিপোর্ট:সিলেট নগরীর চৌকিদেখী জান্নাত মটরস এর মালিক জামাল আহমদ করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না—-রাজিউন)। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) সুশান্ত মহাপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন, তিনি করোনা পজিটিভ ছিলেন।
প্রসঙ্গত, সোমবার সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।