করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে নানামুখী প্রচারণায় সিলেট জেলা তথ্য অফিস
প্রকাশিত : ০৭ জুন, ২০২০
আপডেট : ৮ মাস আগে

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে নানামুখী প্রচারণা অব্যাহত রেখেছে সিলেট জেলা তথ্য অফিস। পথ প্রচার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ০৪ জুন ২০২০ তারিখ থেকে সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে করণীয় বার্তা সম্বলিত ০২টি করে বিলবোর্ড স্থাপন করা হচ্ছে জেলার প্রতিটি উপজেলা সদরে জনবহুল স্থানে। সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি জানান-সিলেট জেলার প্রতিটি উপজেলার জনবহুল স্থানে ০২টি করে বিলবোর্ড স্থাপন কার্যক্রম আগামী ০৯ জুন ২০২০ তারিখের মধ্যে সম্পন্ন করা হবে। উক্ত বিলবোর্ডে সন্নিবেশিত তথ্য সমূহ করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে জনসাধারণকে সচেতন করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।